চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন ১৩ জানুয়ারি
১ ডিসেম্বর ২০১৯ ১৬:৪৭ | আপডেট: ১ ডিসেম্বর ২০১৯ ১৭:০০
ঢাকা: চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ জানুয়ারি আসনটিতে ভোটগ্রহণ করবে ইসি।
রোববার (১ ডিসেম্বর) কমিশনের জনসংযোগ বিভাগের পরিচালক মো. ইসরাইল হোসেন এ তথ্য জানান। এর আগে গতকাল এই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণ করে ইসি।
ঘোষিত তসফিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১২ ডিসেম্বর। প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৫ ডিসেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২২ ডিসেম্বর।
এই আসনে মোট ভোটার ৪ লাখ ৭৫ হাজার ৯৯৬ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪১ হাজার ৯২২ জন এবং নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ৭৪ জন।
গত ৭ নভেম্বর চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের কার্যকরী সভাপতি মঈন উদ্দিন খান বাদল মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়।
সংশ্লিষ্ট সংবাদ: বর্ষীয়ান রাজনীতিক মঈনউদ্দিন খান বাদলের জীবনাবসান