Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লন্ডন ব্রিজ হামলা: জেরমি করবিনের ভুয়া টুইট নিয়ে তোলপাড়


১ ডিসেম্বর ২০১৯ ১৬:৫৯

যুক্তরাজ্যের লন্ডন ব্রিজে আইএসের এক সদস্য শুক্রবার (২৯ নভেম্বর) ছুরি হামলা চালানোর পর দুই জনের মৃত্যু হয়, পরে পুলিশের গুলিতে ওই হামলাকারী মারা যান। ওই ঘটনায় নির্বাচনকে সামনে রেখে উত্তাল হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি। এর মধ্যেই, বিরোধী লেবার পার্টির নেতা জেরমি করবিনের একটি ভুয়া টুইটার বার্তা নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শনিবার (৩০ নভেম্বর) এ খবর জানিয়েছে দ্য ডেইলি মিরর।

বিজ্ঞাপন

এরপরে, লেবার পার্টির পক্ষ থেকে ডেইলি মিররকে নিশ্চিত করা হয়েছে করবিনের ওই টুইটার বার্তাটি আসল নয়।

 

লেবার নেতা জেরমি করবিনের টুইটার বার্তার যে স্ক্রিনশটটি ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যায় জেরমি করবিন নামে সন্ত্রাসীদের প্রতি সহানুভূতি জানিয়ে লেখা হয়েছে, ব্রিটিশ পুলিশের হাতে প্রকাশ্য দিবালোকে একজন মানুষকে হত্যা করা হয়েছে।https://twitter.com/jeremycorbyn/status/120049584756328857

প্রকৃতপক্ষে করবিন তার টুইটার বার্তায় জানিয়েছিলেন, এরকম ঘটনায় দ্রুত সাড়াদানের জন্য সংশ্লিষ্ট জরুরি সাড়াদান কর্তৃপক্ষকে ধন্যবাদ। পরবর্তী টুইটে তিনি জানিয়েছিলেন এই ঘটনার প্রেক্ষিতে লন্ডনে শুক্রবার লেবার পার্টির নির্বাচনি প্রচারণা স্থগিত রাখছেন।

আইএস জেরমি করবিন টুইটার ভুয়া টুইট যুক্তরাজ্য লন্ডন ব্রিজ হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর