Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুরনো ধ্যানধারণা ভুলে যান, সরকারি আমলাদের ইমরান


১ ডিসেম্বর ২০১৯ ১৬:৪৪

পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়নের জন্য পুরনো দিনের ধ্যানধারণা ও ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলতে দেশটির সরকারি কর্মকর্তা ও আমলাদের উপদেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। তার প্রতিশ্রুত ‘নয়া পাকিস্তান’ গড়ে তোলার ক্ষেত্রে সেসব কোনো কাজে আসবে না বলে জানিয়েছেন তিনি।

রোববার (১ ডিসেম্বর) টাইমস অব ইন্ডিয়ার খবরে এতথ্য দেওয়া হয়।

পাকিস্তানের সিনিয়র পুলিশ অফিসারদের সঙ্গে বৈঠকে ইমরান বলেন, আমাদের পুরনো ভাবনা বদলাতে হবে। নয়া পাকিস্তান গড়ে তোলার ক্ষেত্রে পুরনো সিস্টেম কাজে আসবে না।

তিনি বলেন, আগে পুলিশের কাজ ছিল ক্ষমতাসীনদের রক্ষা করা। এখন তাদের দায়িত্ব হচ্ছে ক্ষমতাসীনদের হাত থেকে গরিবদের বাঁচানো।

আমলাদের তাদের কাজের মেধার ওপর জোর দিতে বলেন পাকিস্তানের এই প্রধানমন্ত্রী। যোগ্যতাসম্পন্ন আমলারা অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বলে জানান তিনি।

ইমরান খান ইতোমধ্যে প্রশাসনে ব্যাপক রদবদল এনেছেন।

ইমরান খান পাকিস্তান সরকারি আমলা