Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেক্সিকোতে মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযানে নিহত ১৪


১ ডিসেম্বর ২০১৯ ১৫:৫৯

মেক্সিকোতে পুলিশের সঙ্গে মাদক কারবারিদের সংঘর্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে অন্তত ৪ জন পুলিশ সদস্য। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৬ পুলিশ।

যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী কোয়াহুয়েলিয়া রাজ্যের ভিলা ইউনিয়নে পুলিশ এই অভিযান চালায়। রোববার (১ ডিসেম্বর) টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, কয়েকটি গাড়িতে করে অস্ত্রধারীরা ওই এলাকায় মহড়া দিচ্ছিল। এরপর পুলিশ অভিযান পরিচালনা করে।

রাজ্যটির গভর্নর মিগুইল অ্যাঞ্জেল সাংবাদিকদের বলেন, মৃতদের মধ্যে ৭ জন সন্দেহভাজন অপরাধী, ৪ জন পুলিশ, বাকিদের শনাক্ত করা যায়।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ১২টি ট্রাক জব্দ করা হয়েছে। সেগুলো অস্ত্র ও গোলা বোঝাই করা ছিল।

অভিযান মাদক কারবারি মেক্সিকো

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর