৪ মাসের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রিকশাচালক গ্রেফতার
১ ডিসেম্বর ২০১৯ ১৩:৪৯ | আপডেট: ১ ডিসেম্বর ২০১৯ ১৬:০৮
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে চার মাসের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক রিকশাচালককে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
শনিবার (৩০ নভেম্বর) এ ঘটনায় শিশুটির পরিবার থানায় মামলা করে। মামলা নম্বর ১২৫। মামলার ভিত্তিতে রিকশাচালক জিয়াউলকে গ্রেফতার করা হয়।
শিশুটির পরিবার জানিয়েছে, শুক্রবার (২৯ নভেম্বর) মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় নিজ রুমে চার মাসের শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে রিকশাচালক জিয়াউল।
এজাহারের তথ্য উল্লেখ করে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) চয়ন সাহা জানান, ঢাকা উদ্যানের বাসায় পাশাপাশি রুমে থাকে শিশুটির পরিবার ও আসামি জিয়াউল। গত ২৯ ডিসেম্বর বিকেলে শিশুটিকে কোলে নেয় জিয়াউল। এরপর তার রুমে নিয়ে শিশুটিকে ঘুম পাড়ায়। পরে ঘুমন্ত অবস্থায় শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। জানতে পেরে পরিবারের লোকজন শিশুটিকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেন।
এসআই আরও জানান, রোববার (১ ডিসেম্বর) স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে ভর্তি করা হয়েছে।