যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নয় জনের মৃত্যু
১ ডিসেম্বর ২০১৯ ১২:৫০
যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটায় একটি ছোট আকারের বিমানে উড়ন্ত অবস্থায় আগুন ধরে যাওয়ার পর চেম্বারলিনের বাইরে ল্যান্ডিংয়ের সময় বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৩০ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে এই দুর্ঘটনায় দুই শিশুসহ অন্তত নয় জন মারা গেছেন। আহত হয়েছেন আরও তিনজন। যুক্তরাষ্ট্রের বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে এ খবর জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস।
বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, পাইলেটাস-১২ নামের ছোট ওই বিমানটি ১২ জন যাত্রী নিয়ে চেম্বারলিন থেকে যাত্রা শুরু করেছিল। বিমানটির গন্তব্য ছিল ১৪০ মাইল পশ্চিমের সিওয়াক্স ফলস।
এদিকে, স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ওই বিমানটি যাত্রা শুরু করার সময় সেন্ট্রাল ও সাউথ ডাকোটার জন্য শীতকালীন ঝড়ের পূর্ব সতর্কতা জারি করা ছিল। যুক্তরাষ্ট্রের বিমান চলাচল কর্তৃপক্ষ এই দুর্ঘটনার ব্যাপারে আরও তদন্ত করে, প্রতিবেদন জমা দেওয়ার পর এই ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।