Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৌযান শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার


১ ডিসেম্বর ২০১৯ ০০:২৫ | আপডেট: ১ ডিসেম্বর ২০১৯ ১০:৪২

ঢাকা: বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের ঘোষিত ১১ দফা দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছে মালিক পক্ষ। এমন আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আশিকুল আলম।

শনিবার (৩০ নভেম্বর) বিকেল থেকে শ্রম অধিদফতরের মহাপরিচালকের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর সিদ্ধান্ত রাত সাড়ে ১১টার দিকে কথা জানান তিনি।

তিনি জানান, আগামী মার্চ থেকে খোরাকি ভাতা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মালিক পক্ষ।

এই সময়ে তিনি ধর্মঘটের কারণে সৃষ্ট দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেন সংগঠনের পক্ষ থেকে।

উল্লেখ্য, নিয়োগপত্র ও খাবার ভাতা দেওয়াসহ ১১ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন নৌপরিবহন শ্রমিকরা। শুক্রবার মধ্যরাত থেকে এ ধর্মঘট শুরু হয়। চলতি বছর এটি শ্রমিকদের তৃতীয় দফার ধর্মঘট। সারাদেশে একযোগে অনির্দিষ্টকালের ধর্মঘটে অচল হয়ে পড়ে নৌ-চলাচল। নারায়ণগঞ্জ, বরিশাল ও খুলনাসহ সারাদেশের বড় বড় নৌযানগুলো বন্ধ ছিল।

ধর্মঘট নৌযান ধর্মঘট বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন শ্রম অধিদফতর