Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গা ক্যাম্পে শুরু হচ্ছে ‘পুষ্টি কার্যক্রম সপ্তাহ’


১ ডিসেম্বর ২০১৯ ০০:১৩

ঢাকা: কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪ টি রোহিঙ্গা ক্যাম্পের ৮২টি সেন্টারে ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ‘পুষ্টি কার্যক্রম সপ্তাহ’। এই কার্যক্রম  চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। এই কার্যক্রমের আওতায় ক্যাম্পের শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

শনিবার (৩০ নভেম্বর) সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেন কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবদুল মতিন।

তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে ৭৬ হাজার ৮১৩ জন ছেলে শিশু এবং ৭৪ হাজার ৩২০ জন মেয়ে শিশু রয়েছে। ছয় থেকে ৫৯ মাস বয়সী এক লক্ষ ৫১ হাজার ১৩৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই কর্মসূচির আওতায় প্রতিদিন অন্তত ২৭ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি আরও বলেন, প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত এই কর্মসূচি চলবে। প্রতিটি সেন্টারে আট জন করে স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। এই কর্মসূচির আওতায় শিশুদের মায়ের কাছে পৌছানো হবে বিভিন্ন রকমের পুষ্টিবার্তা।

পুষ্টি কার্যক্রম সপ্তাহ ভিটামিন এ রোহিঙ্গা ক্যাম্প

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর