‘বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ করছেন তারই সুযোগ্য কন্যা’
৩০ নভেম্বর ২০১৯ ২১:১৭ | আপডেট: ১ ডিসেম্বর ২০১৯ ০৯:১৯
নারায়ণগঞ্জ: জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীনতা এনে দিলেও অর্থনৈতিকভাবে মুক্তি দেওয়ার সময় পাননি উল্লেখ করে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, সেই কাজটি তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সঙ্গে করেছেন। দেশে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। উন্নয়ন থেকে বাদ পড়েনি কোনো খাত। দেশের সকল খাতেই ব্যাপক উন্নয়ন হয়েছে।’
শনিবার (৩০ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম উপজেলা সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের উচিত রূপগঞ্জের উন্নয়নে সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করা।’
রূপগঞ্জের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে গোলাম দস্তগীর গাজী বলেন, সকলে ঐক্যবদ্ধ কাজের মাধ্যমেই রূপগঞ্জের উন্নয়ন সম্ভব। এ সময় তিনি, দেশের উন্নয়ন যাতে ম্লান না হয় সে জন্য সুশাসন নিশ্চিত করার জন্য স্থানীয় জন প্রতিনিধিদের প্রতি আহবান জানান।
রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন ভুঁইয়াসহ অনেকে।