Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহী জেলা জামায়াতের আমিরসহ গ্রেফতার ২


৩০ নভেম্বর ২০১৯ ১৮:১৭

রাজশাহী: রাজশাহী জেলা জামায়াতের ভারপ্রাাপ্ত আমির মাওলানা জিন্নাত আলীসহ দুজনকে গ্রেফতার করেছে ‍পুলিশ।

শনিবার (৩০ নভেম্বর) ভোররাতে রাজশাহীর বাঘা উপজেলার আমোদপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

জিন্নাত আলী বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ওই গ্রামের আহাদ আলীর ছেলে। আটক আরেকজনের নাম শাহাদুল ইসলাম। সে উপজেলা চাষী কল্যাণ ফেডারেশনের সভাপতি ও একই গ্রামের হারান আলীর ছেলে। তাদের বিরুদ্ধে সন্ত্রাস কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য জিন্নাত আলীর বাড়িতে গোপন বৈঠক চলছে। এমন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকেসহ আরেকজনকে আটক করা গেলেও বাকিরা পালিয়ে যান। এ সময় বিভিন্ন ধরনের জিহাদী বই, অর্থ আদায়ের রশিদ এবং দলে যোগদানের কুপন উদ্ধার করা হয়েছে।

সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে পুলিশ বাদি হয়ে মামলা করে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠিয়েছে বলে জানান ওসি।

আমির গ্রেফতার জামায়াতে ইসলামী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর