ঢাকা মহানগর দক্ষিণ আ. লীগের নেতৃত্বে মান্নাফি-হুমায়ুন
৩০ নভেম্বর ২০১৯ ১৬:৪৬ | আপডেট: ৩০ নভেম্বর ২০১৯ ১৭:৪৮
ঢাকা: ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হিসেবে আবু আহমেদ মান্নাফি এবং সাধারণ সম্পাদক হিসেবে হুমায়ুন কবিরের নাম ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণের কাউন্সিল অধিবেশনে এই দুজনের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আবু আহমেদ মান্নাফি এর আগে ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। এছাড়া তিনি ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের (ডিএসসিসি) ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আর ডিএসসিসির ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির এর আগে ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এর আগে দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণের কাউন্সিল উদ্বোধন করেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা।
উল্লেখ্য, ২০১২ সালের ২৭ ডিসেম্বর ঢাকা মহানগরী আওয়ামী লীগের সর্বশেষ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এর ৩ বছর পর ২০১৬ সালের ১০ এপ্রিল ঢাকা মহানগর আওয়ামী লীগকে উত্তর ও দক্ষিণে দুই ভাগে বিভক্ত করে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করা হয়। আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মহানগর দুই অংশের ৪৫টি থানা, ১০০টি ওয়ার্ড ও ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। এই কমিটিতে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের সভাপতি করা হয় একেএম রহমতুল্লাহ ও সাধারণ সম্পাদক করা হয় সাদেক খানকে। আর দক্ষিণে সভাপতি করা হয় পুরান ঢাকার আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক করা হয় শাহে আলম মুরাদকে।