সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ ২ জনের মৃত্যু
৩০ নভেম্বর ২০১৯ ১৩:২২
ঢাকা: সাতক্ষীরা শহরের বাইপাস এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন মারা গেছেন। শনিবার (৩০ নভেম্বর) ভোরে শহরের বাইপাস সড়ক সংলগ্ন কামাননগর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি- বন্দুকযুদ্ধে মারা যাওয়া দুইজন শীর্ষ ছিনতাইকারী।
মৃত দুইজন হলেন সাতক্ষীরা শহরের মুনজিতপুরের ময়নুল ইসলামের ছেলে মামুনুল ইসলাম দ্বীপ (২৫) ও কালিগঞ্জ উপজেলার সাইহাটি গ্রামের আবদুস সবুর সরদারের ছেলে সাইফুল ইসলাম (৩৮)।
সাতক্ষীরা গেয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল হক জানান, সাতক্ষীরার কালিগঞ্জে বিকাশের ২৬ লাখ টাকা ছিনতাইয়ের একটি মামলায় শুক্রবার কালিগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এরপর দুই ছিনতাইকারীকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য কামাননগর এলাকায় গেলে তাদের সহযোগী ও অন্য সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।
এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে তাদের সহযোগীরা পিছু হটলে পুলিশ সেখান থেকে দ্বীপ ও সাইফুলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে।
এ সময় সেখান দুটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, দুটি অত্যাধুনিক চাকু, একটি নম্বর প্লেট বিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।