Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘২০৪১ সালের মধ্যে দেশের সব রাস্তা উন্নত বিশ্বের মতো হবে’


২৯ নভেম্বর ২০১৯ ২১:২৬

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী বীরপ্রতীক গোলাম দস্তগীর গাজী বলেছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশের সব রাস্তা উন্নত বিশ্বের মতো হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন আমরা বাস্তবায়ন করবই।

শুক্রবার (২৯ ন‌ভেম্বর) বিকেলে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চ‌ন এলাকায় কাঞ্চন জিসি-স্বর্ণখালী বাজার-ছনপাড়া সড়ক পুনঃনির্মাণ, কাঞ্চন জিসি-আতলাপুর বাজার-ডাংগা সড়ক পুনঃনির্মাণ, স্বর্ণখালী বাজার- ভোলাবো ইউপি সড়ক পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ সব কথা বলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। স্কুল-কলেজ রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হচ্ছে। রূপগঞ্জের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন হয়েছে। ২০৪১ সালের আগেই বাংলাদেশকে উন্নত বিশ্বে নিয়ে যেতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।’

তিনি বলেন, ‘আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন ভালোভাবে চলতে পারে, সেই দিকটি বিবেচনা করেই আমাদের উন্নয়ন কাজ করতে হবে। কায়েতপাড়া বাইপাস সড়ক ২৫ ফুট চওড়া হয়েছে। বাগবাড়ী রাস্তা চওড়া হয়েছে। অন্য যে সব রাস্তা চওড়া করা দরকার তা চওড়া করা হবে। আমাদের চিন্তা চেতনা বদলাতে হবে। উন্নয়ন কাজে বাধা দেয়া যাবে না।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, প্রাণ আর এফএল এর ম্যানেজিং ডিরেক্টর আর এন পল, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ সাইফুল ইসলাম, কাঞ্চন পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম রসূল কলি, উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য মো. এমায়েত হোসেনসহ অনেকে।

বিজ্ঞাপন

গোলাম দস্তগীর গাজী প্রধানমন্ত্রী বস্ত্র ও পাটমন্ত্রী রূপগঞ্জ শেখ হাসিনা সড়ক

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর