লন্ডন ব্রিজে ছুরিকাঘাত, পুলিশের গুলিতে হামলাকারী নিহত (ভিডিও)
২৯ নভেম্বর ২০১৯ ২০:৩৭ | আপডেট: ৩০ নভেম্বর ২০১৯ ০৯:০৭
যুক্তরাজ্যের লন্ডন ব্রিজে ছুরিকাঘাতে অন্তত ৫ জন আহত হয়েছেন। পুলিশের গুলিতে মারা গেছেন হামলাকারী। শুক্রবার (২৯ নভেম্বর) এই ঘটনা ঘটেছে। খবর দ্য গার্ডিয়ান ও স্কাই নিউজের।
লন্ডন ব্রিজ এলাকা থেকে প্রকাশ হওয়া ভিডিওতে দেখা গেছে, সেখানে কড়া পুলিশি পাহারা বজায় আছে। ভারী অস্ত্র নিয়ে মোতায়েন রয়েছে নিরাপত্তারক্ষীরা। বিষয়টি দেখা হচ্ছে সন্ত্রাসী হামলা হিসেবে।
https://twitter.com/CrimeLdn/status/1200422834427830273?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1200422834427830273&ref_url=https%3A%2F%2Fbangla.bdnews24.com%2Fworld%2Farticle1694816.bdnews
#BREAKING : Reports of a shooting incident on London Bridge #Londonbridge #London pic.twitter.com/9kLaoTFElP
— Charlie Ztuker (@CharlieZtuker) November 29, 2019
ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানিয়েছে, ব্রিজটি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে চালু আছে ট্রেন সার্ভিস। এদিকে প্রধানমন্ত্রী বরিস জনসন টুইটারে লিখেছেন, তিনি ঘটনা অবগত আছেন ও তৎক্ষণাৎ খবরাখবর নিচ্ছেন।
প্রকাশিত বিভিন্ন ছবিতে আতঙ্কিত পথচারীদের দৌড়ে নিরাপদে চলে যেতে দেখা গেছে।
ম্যাকমেনাস নামের এক পথচারী বিবিসি অনলাইনকে জানান, কয়েক মিনিট আগে আমি ওই পথ ধরে হেঁটে যাচ্ছিলাম। তখনই একজনকে চড়াও হতে দেখি। এরপর পুলিশ আসে ও গোলাগুলির শব্দ হয়।
Police shouting for everyone to move away. Real panic setting in at London Bridge. Rumours of a shooting? pic.twitter.com/vBZoKu73za
— Timothy Johnson (@timtj) November 29, 2019