মারুফ জামানকে খুব শিগগিরই খুঁজে বের করা হবে: আইজিপি
৭ ডিসেম্বর ২০১৭ ১৮:০৬ | আপডেট: ৭ ডিসেম্বর ২০১৭ ১৯:১৬
সিনিয়র করেসপন্ডেন্ট
নিখোঁজ সাবেক কুটনীতিক মারুফ জামানকে খুব শিগগিরই খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। বৃহস্পতিবার আর্মি স্টেডিয়ামে পুলিশ বাহিনী আয়োজিত এক ক্রীড়া অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তিনি বলেছেন, অতীতে যারা নিখোঁজ হয়েছিলেন তাদের ৭৫ শতাংশ উদ্ধার কিংবা ফিরে এসেছে। অতীতের মতো মারুফ জামানও উদ্ধার হবে বলে আশা করছি। এর আগে ফরহাদ মজহার, নাটোরের পুরোহিতকে উদ্ধার করা হয়েছে। অনিরুদ্ধ রায় ফিরে এসেছে। কেউ কেউ গা ঢাকা দিযে থাকেন। পুলিশ জিডি নিয়ে তদন্ত করছে। আশা করা হচ্ছে এর একটা সমাধান হবে।
গত ৫ ডিসেম্বর সাবেক রাস্ট্রদূত মারুফ জামান বিমানবন্দরে বিদেশ ফেরত মেয়েকে আনতে ধানমন্ডির বাসা থেকে বেরিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ।
অনুষ্ঠানে র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তারাসহ অনেকেই উপস্থিত ছিলেন।
সারাবাংলা/ইউজে/জেএফ