বিএনপি নেতা মোশাররফসহ ৫ জন কারাগারে
২৯ নভেম্বর ২০১৯ ১৮:৫১ | আপডেট: ২৯ নভেম্বর ২০১৯ ১৯:০০
ঢাকা: সুপ্রিমকোর্টের সামনে গাড়ি ভাঙচুর ও পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেনসহ পাঁচজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসী এ আদেশ দেন। একইসঙ্গে ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমানের রিমান্ড নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে।
কারাগারে যাওয়া অপর চার আসামি হলেন- অ্যাডভোকেট মো. আলমগীর, অ্যাডভোকেট তৌহিদ, ফিরোজ কিবরিয়া ও রিয়াজ।
এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. দেলোয়ার হোসেন আসামি মোস্তাফিজুর রহমানের সাতদিন রিমান্ড আবেদন এবং অপর পাঁচ আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
বিচারক শুনানি শেষে আসামি মোস্তাফিজুর রহমানের রিমান্ড আবেদন নামঞ্জুর করে চার কার্যদিবসের মধ্যে দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। আর পাঁচ আসামির জামিন শুনানির জন্য আগামী রোববার (১ ডিসেম্বর) দিন ধার্য করেন।