গান্ধীর খুনিকে ‘দেশপ্রেমিক’ বলায় ক্ষমা চাইলেন প্রজ্ঞা
২৯ নভেম্বর ২০১৯ ১৬:৪৫ | আপডেট: ২৯ নভেম্বর ২০১৯ ১৭:০০
ভুপাল থেকে নির্বাচিত বিজেপির সাংসদ প্রজ্ঞা ঠাকুর ‘লাগামহীন’ কথাবার্তার জন্য পরিচিত। এবার তো লোকসভায় কথা প্রসঙ্গে মহাত্মা গান্ধীর হত্যাকারী নথুরাম গডসেকে দেশপ্রেমিক তকমা দিয়ে ফেললেন। এই ঘটনায় কংগ্রেস তো ক্ষেপেছেই, বিজেপিও প্রজ্ঞার পাশে দাঁড়ায়নি। বরং তাকে প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটির বৈঠকে যোগ না দিতে বলা হয়েছে। চাপের মুখে পড়ে প্রজ্ঞার হুঁশ ফিরেছে। তিনি ক্ষমা চেয়েছেন।
শুক্রবার (২৯ নভেম্বর) সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য দেওয়া হয়।
লোকসভায় বক্তৃতা দিতে গিয়ে প্রজ্ঞা বলেন, আমি নথুরাম গডসেকে দেশপ্রেমিক বলিনি। তবে আমার কথায় কেউ আহত হয়ে থাকলে সে জন্য ক্ষমা চাইছি।
এর আগে, তিনি দাবি করেন তার বক্তব্যকে বিকৃত করা হয়েছে। কংগ্রেসনেতা রাহুলকে উদ্দেশ্য করে করে প্রজ্ঞা বলেন, কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও আমাকে সন্ত্রাসী ডাকা হয়েছে।
প্রসঙ্গত রাহুল প্রজ্ঞাকে বলেছিলেন, সন্ত্রাসী প্রজ্ঞা, সন্ত্রাসী গডসেকে দেশপ্রেমিক বলছে।
নথুরাম গডসে প্রজ্ঞা ঠাকুর বিজেপি মহাত্মা গান্ধী রাহুল গান্ধী