Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিভি রুমে মিটিং করা নিয়ে চবি ছাত্রলীগের ২ গ্রুপের হাতাহাতি


২৯ নভেম্বর ২০১৯ ১৪:১২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ আব্দুর রব হলের টেলিভিশন রুমে মিটিং করাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে দেশীয় ধারালো অস্ত্র ও লোহার রড দেখা গেছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হলে এই ঘটনা ঘটে। ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) ও সাবেক দপ্তর সম্পাদক মিজানুর রহমান বিপুলের অনুসারী ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স) সংঘর্ষে জড়ায়।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় শহীদ আব্দুর হলের টেলিভিশন রুমে ভিএক্স গ্রুপের প্রথম বর্ষের কর্মীরা মিটিং করছিল। এ সময় ওই রুমে সিএফসি কর্মীরাও মিটিংয়ের জন্য আসে। সিএফসি নেতাকর্মীরা ভিএক্স কর্মীদের বের হয়ে যেতে বলেন। ভিএক্সকর্মীরা বের হতে না চাইলে উভয় গ্রুপের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতি হয়। পরে এই খবর অন্যান্য হলে ছড়িয়ে পড়লে সিএফসি গ্রুপের নেতাকর্মীরা শাহ্ আমানত, সোহরাওয়ার্দী ও রব হলের সামনে ও ভিএক্স গ্রুপের নেতাকর্মীরা এ এফ রহমান হলের সামনে ধারালো রামদা ও লোহার রড নিয়ে অবস্থান নেয়। পরে সিনিয়র নেতারা বসে বিষয়টি সমাধান করে।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, ‘জুনিয়রদের মধ্যে হাতাহাতি হয়েছে। উভয় গ্রুপের সিনিয়ররা বসে সমাধান করেছে।’

ভিএক্স গ্রুপের প্রদীপ চক্রবর্তী দুর্জয় বলেন, ‘আমাদের জুনিয়ররা মিটিং করছিল। এ সময় ওদের জুনিয়রা ওদের বের হয়ে যেতে বললে একটু হাতা হাতি হয়। তবে আমরা বসে সমাধান করেছি।’

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন, ‘দুই গ্রুপের মধ্যে একটু ঝামেলা হয়েছিল। তবে বর্তমানে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। দুটি পক্ষকে বসে সমাধানের জন্য বলা হয়েছে।’

চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) চট্টগ্রাম সিটি করপোরেশন(চসিক) সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও তার ছেলে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল অনুসারী ও ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স) চসিকের বর্তমান মেয়র আ জ ম নাসির উদ্দিনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

চবি ছাত্রলীগ হাতাহাতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর