Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে বিস্ফোরণে আহত স্কুলশিক্ষিকার মৃত্যু


২৯ নভেম্বর ২০১৯ ১২:২৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর পাথরঘাটায় বিস্ফোরণে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) সকাল সোয়া ১১ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ নিয়ে একই ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল আটজনে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘ডরিন গোমেজের মাথায় গুরুতর আঘাত ছিল। আইসিইউ’র সাত নম্বর বেডে তিনি চিকিৎসাধীন ছিলেন। আজ ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’

মৃত ডরিন তিশা গোমেজ (২২) পাথরঘাটার বান্ডেল রোডে সেন্ট জনস গ্রামার স্কুলের জুনিয়র শিক্ষক ছিলেন। তার বাসা পাথরঘাটার ব্রিক ফিল্ড রোডে।

ওই স্কুলের অধ্যক্ষ পূরবী সরকার জানিয়েছিলেন, ডরিন রিকশায় করে স্কুলে যাচ্ছিলেন। বিস্ফোরণে দেওয়াল ভেঙ্গে তার রিকশার ওপর পড়ে। এতে গুরুতর আহত হন তিনি।

গত ১৭ নভেম্বর সকালে নগরীর কোতোয়ালী থানার পাথরঘাটা ব্রিক ফিল্ড রোডে বড়ুয়া ভবন নামে একটি পাঁচতলা বাড়ির নিচতলায় বিস্ফোরণে দেওয়াল বিধ্বস্ত হয়। আশপাশের আরও কয়েকটি বাসা এবং দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণে নারী ও কিশোরসহ সাতজনের মৃত্যু হয়। আহত হন কমপক্ষে ১০ জন।

বিস্ফোরণের ঘটনায় চট্টগ্রাম জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি গ্যাস লাইনে লিকেজ থেকে এই দুর্ঘটনার প্রমাণ পেয়েছে।

টপ নিউজ বিস্ফোরণ মৃত্যু স্কুলশিক্ষিকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর