Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরের চতরাবাজারে এমটিবি এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন


২৯ নভেম্বর ২০১৯ ১২:২৪

‘হাতের কাছে সবসময়’ এই শ্লোগানে গাজীপুরের চতরবাজারে আধুনিক ব্যাংকিং সুবিধা ও উন্নত প্রযুক্তির মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড তাদের ১২৮ তম ‘এমটিবি এজেন্ট ব্যাংকিং সেন্টার’ চালু করেছে। এই এজেন্ট ব্যাংকিং সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে বুধবার (২৭ নভেম্বর)।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব রফিকুল ইসলাম কালু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ মঞ্জুর হোসাইন মাওলানা, ২২,২৩ ও ২৪ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর আফসানা আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন মদন মোহন কর্মকার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এজেন্ট ব্যাংকিং, এমটিবি; মোঃ তৌফিকুল আলম চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব বিজনেস, রিটেইল ব্যাংকিং ডিভিশন, এমটিবি; মোঃ সাইফুল হক, জুনিয়র অ্যসিট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার,গাজীপুর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক; বিশিষ্ট ব্যবসায়ি আলহাজ্ব মোঃ ফরহাদ হোসেন এবং মোঃ জাহিদ হাসান স্বত্তাধিকারি, চতরবাজার, এমটিবি এজেন্ট ব্যাংকিং সেন্টার,গাজীপুর।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সানি সোলার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বীর মুক্তিযোদ্ধা রুহেল আহমেদ বাবু।

এজেন্ট ব্যাংকিং সেন্টার এমটিবি গাজীপুর চতরাবাজার