Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলায় গৃহহীনদের জন্য নির্মিত ৪২টি ব্যারাক হস্তান্তর নৌবাহিনীর


২৯ নভেম্বর ২০১৯ ১০:৪৫

ঢাকা: ভোলার মনপুরা ও তজুমুদ্দিন উপজেলায় গৃহহীন ও ছিন্নমূল জনগণের জন্য নির্মিত ৪২টি ব্যারাক স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ নৌবাহিনী।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ব্যারাকগুলো হস্তান্তর করা হয় বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ দিক নির্দেশনা ও তাঁর কার্যালয়ের আওতায় এবং সশস্ত্রবাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে নৌবাহিনী এই ব্যারাক হাউজগুলো নির্মাণ করে। প্রতিটি ব্যারাকে রয়েছে পাঁচটি ইউনিট। ইউনিটগুলোর প্রতিটিতে একটি করে পরিবার থাকতে পারবে। প্রতিটি ব্যারাকে রান্নাঘর ও বাথরুমের সুবিধা রয়েছে। এতে সর্বমোট ২১০টি গৃহহীন ও ছিন্নমূল পরিবার মানসম্মত আবাসস্থল পাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আনুষ্ঠানিকভাবে ব্যারাকগুলো স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তরের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়, সশস্ত্রবাহিনী বিভাগ, নৌবাহিনীর প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনী ২০১৯ সালের ১০ মে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ব্যারাকগুলো নির্মাণ শুরু করে। এছাড়া, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নৌবাহিনী বিভিন্ন উপকূলীয় অঞ্চলে আরও ২৮৪টি পাকা ও টিনশেড ব্যারাক নির্মাণ করছে; যা শেষ হলে আরও ১ হাজার ৪২০টি ভূমিহীন পরিবারের বাসস্থান নিশ্চিত হবে।

গৃহহীন নৌবাহিনী ব্যারাক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর