Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অঘোষিত সফরে হঠাৎ আফগানিস্তানে ডোনাল্ড ট্রাম্প


২৯ নভেম্বর ২০১৯ ০৯:৪১ | আপডেট: ২৯ নভেম্বর ২০১৯ ০৯:৫৪

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থ্যাংকস গিভিং ডে উপলক্ষ্যে অঘোষিত এক সফরে আফগানিস্তানে পৌঁছেছেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বাগরাম বিমানঘাঁটিতে তিনি আফগানিস্তানে নিযুক্ত মার্কিন সৈন্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। খবর বিবিসি।

বাগরাম বিমান ঘাঁটিতেই আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির সাথে ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

এর আগে, গণমাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেছেন, মার্কিন সৈন্য ও তালেবান বিদ্রোহীদের মধ্যে ফলপ্রসু আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রও আফগানিস্তান থেকে ধাপে ধাপে সৈন্য কমানোর ব্যাপারে ইতিবাচক অবস্থানে রয়েছে।

প্রসঙ্গত, তালেবান বিদ্রোহীদের সাথে আফগানিস্তান সরকারের বন্দি বিনিময় সম্পন্ন হওয়ার পর থ্যাংকস গিভিং ডেতে প্রথমবারের মতো দেশটিতে অবস্থান করা সৈন্যদের সাথে সাক্ষাৎ করতে  গেলেন মার্কিন প্রেসিডেন্ট। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর থেকে আফগানিস্তানে প্রায় ১৩ হাজার সৈন্য পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

রাজধানী কাবুলের অদূরে স্থাপিত ওই বিমানঘাঁটি থেকে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তালেবানের সাথে আগের আলোচনায় আমরা তাদেরকে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও তারা রাজি ছিল না, কিন্তু এখন তারা যুদ্ধবিরতির ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে।

আফগানিস্তান টপ নিউজ ডোনাল্ড ট্রাম্প তালেবান থ্যাংকস গিভিং যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর