‘ধন্যবাদে ফেসবুক, ইন্সটাগ্রাম ধরাশায়ী; ব্যতিক্রম হোয়াটসঅ্যাপ’
২৯ নভেম্বর ২০১৯ ০০:০৭ | আপডেট: ২৯ নভেম্বর ২০১৯ ০০:১৭
বিশ্বব্যাপী উদযাপিত থাংকস গিভিং ডের চাপ সামলাতে না পেরে ফেসবুক এবং এর সাথে সংশ্লিষ্ট ইন্সটাগ্রামের মতো অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো অকার্যকর হয়ে পড়েছে। তবে এইক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম হোয়াটসঅ্যাপ। ফেসবুকের মালিকানাধীন এই মেসেজিং অ্যাপ্লিকেশনটি সফলভাবে কাজ করছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) গ্রিনিচ মান সময় ৫টা ২০ মিনিটে এ খবর জানিয়েছে দ্য ইন্ডিপেন্ডেন্ট।
দুনিয়াজুড়েই ব্যবহারকারীরা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। তবে একই সময়ে সব ব্যবহারকারী ফেসবুকের আওতার বাইরে যাচ্ছেন না। অনেক ব্যবহারকারী জানিয়েছেন ফেসবুক অ্যাপ্লিকেশনের মাধ্যমে সংযুক্ত থাকতে পারলেও, ওয়েব ভার্সন কাজ করছে না। ডাউন ডিটেক্টর ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগের অপরাপর মাধ্যম যেমনঃ টুইটারেরর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন।
Instagram, in a post on Twitter, said it is aware that people are having issues accessing Facebook’s family of apps https://t.co/yrLcVBVx97
— NECN (@NECN) November 28, 2019
প্রসঙ্গত, প্রায় ১৮ ঘন্টা ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ব্যবহারকারীরা ফেসবুকে ঢুকতে সমস্যার সম্মুখীন হচ্ছেন, সামাজিক যোগাযোগের এই জায়ান্ট যাত্রা শুরু করার পর এই প্রথম এই ধরনের সমস্যার মুখে পড়ল।
ইন্সটাগ্রাম টপ নিউজ টুইটার ডাউন ডিটেক্টর থ্যাংকস গিভিং ফেসবুক হোয়াটসঅ্যাপ