বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ২ পিয়ন আটক
২৮ নভেম্বর ২০১৯ ২৩:৩৪ | আপডেট: ২৮ নভেম্বর ২০১৯ ২৩:৫১
ঢাকা: নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ফারুক হোসেন ও মঞ্জু নামে দু’জনকে আটক করেছে পল্টন থানা পুলিশ। নাশকতার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আটক দু’জনের মধ্যে ফারুক হোসেন কৃষক দলের কেন্দ্রীয় কার্যালয় এবং মঞ্জু ঢাকা মহানগর দক্ষিণ যুবদল কার্যালয়ের পিয়ন হিসেবে কর্মরত।
পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দীক সারাবাংলাকে বলেন, নাশকতার অভিযোগে দুপুরে দু’জনকে আটক করা হয়েছে।
নাশকতার সুনির্দিষ্ট কোন ঘটনার জন্য আটক করা হয়েছে, জানতে চাইলে ওসি জানিয়েছেন, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।