Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালালে ১৪৮ কার্টন সিগারেটসহ আটক ২


২৮ নভেম্বর ২০১৯ ২৩:৩১ | আপডেট: ২৮ নভেম্বর ২০১৯ ২৩:৪৬

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪৮ কার্টন আমদানি নিয়ন্ত্রিত সিগারেটসহ দুই জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। তাদের কাছ থেকে ২৫ বোতল যৌন উত্তেজক ওষুধও পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে শারজাহ থেকে আসা মো. ওমর ফারুককে (৩৩) ৭৪ কার্টন সিগারেট এবং একই সময়ে একই ফ্লাইটে আসা আরেক যাত্রী মো. জাহিদ হোসেনকে (৩৩) আরও ৭৪ কার্টন সিগারেটসহ আটক করা হয়। বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

আলমগীর জানান, মো. ওমর ফারুক ও মো. জাহিদ হোসেন এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে ঢাকায় আসেন। তারা এই সিগারেট শারজাহ থেকে এনেছেন বলে স্বীকার করেছেন। আটক সিগারেটগুলো ডানহিল ব্র্যান্ডের। এসব সিগারেটের বাজারমূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা।

আটক মো. ওমর ফারুক ফেনি জেলার ছাগলনাইয়া থানার পশ্চিম ছাগলনাইয়া কলেজ রোডের সিরাজুল্লাহর ছেলে। অন্যদিকে জাহিদ হোসেন একই এলাকার মো. লোকমান হোসেনের ছেলে।

তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের চোরাচালানবিরোধী ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন আলমগীর হোসেন।

আমদানি নিয়ন্ত্রিত সিগারেট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সিগারেট জব্দ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর