চট্টগ্রামে সোনার বারসহ ভারতীয় নাগরিক গ্রেফতার
২৮ নভেম্বর ২০১৯ ২৩:২৫ | আপডেট: ২৮ নভেম্বর ২০১৯ ২৩:৪৫
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে দুইটি সোনার বারসহ একজন ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছে ভারতীয় রুপিও পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে নগরীর আকবর শাহ থানার সিটি গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার রণজিৎ আচার্য্য (৫২) কোলকাতার হাওড়ার বাসিন্দা। তিনি চট্টগ্রাম নগরী থেকে ঢাকায় যাচ্ছিলেন বলে জানিয়েছেন আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া। জব্দ হওয়া সোনার বারগুলোর ওজন ১৯ ভরি ১ আনা। এর বাজারমূল্য ৯ লাখ ৫০ হাজার টাকা।
ওসি মোস্তাফিজুর সারাবাংলাকে বলেন, ‘ইউনিক পরিবহনের একটি বাসে করে রণজিৎ ঢাকা যাচ্ছিলেন। সিটি গেটে পুলিশের চেকপোস্টে তল্লাশি চলছিল। সেটা দেখে তিনি বাস থেকে নেমে পায়ে হেঁটে এগিয়ে যেতে থাকেন। তার আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে চেকপোস্টে নিয়ে তল্লাশি করলে দুইটি স্বর্ণের বার, তিন হাজার ভারতীয় রুপি ও একটি পাসপোর্ট পাওয়া যায়।’
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া বিভিন্ন তথ্যের বিষয়ে ওসি বলেন, ‘রণজিৎ বৈধ ভিসায় বাংলাদেশে এসেছেন। নভেম্বর মাসে তিনি তিন বার বাংলাদেশে এসেছেন। সর্বশেষ এসেছেন গত ২৫ নভেম্বর। মূলত চট্টগ্রাম থেকে সোনার বার নেওয়ার জন্যই তিনি বাংলাদেশে আসেন বলে জানিয়েছেন। তার কাছ থেকে পাওয়া দুইটি সোনার বার তিনি নগরীর হাজারী লেন থেকে সংগ্রহ করেন বলে জানিয়েছেন।’
রণজিতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি।