Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগ চক্রান্তের চোরাগলিতে হাঁটছে: রিজভী


২৮ নভেম্বর ২০১৯ ১৭:২৩

ফাইল ছবি

ঢাকা: ক্ষমতাসীন দল আওয়ামী লীগ চক্রান্তের চোরাগলিতে হাঁটছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র ‍যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘আওয়ামী সরকার গণতন্ত্র প্রতিষ্ঠাকে উপেক্ষা করে চক্রান্তের চোরাগলিতে হাঁটছে। সরকার ও সরকার প্রধানের কারণেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন না। বেগম জিয়ার মুক্তিতে সরকারের প্রতিহিংসার মনোভাব থাকায় এক নিষ্ঠুর স্কিম অনুযায়ী তারা কাজ করছে।’

বিজ্ঞাপন

আওয়ামী লীগ ক্ষমতার মোহে অন্ধ উন্মত্তের মতো আচরণ করছে উল্লেখ করে রিজভী বলেন, ‘আজও দেশনেত্রীর জামিন না হওয়া সরকারের সুদূরপ্রসারী ঘটনাবর্তের অংশ। দেশের জনগোষ্ঠীর আস্থার প্রতীক খালেদা জিয়ার জামিনে বারবার বাধা দেওয়ায় বাংলাদেশ এখন আশংকা ও আস্থাহীনতায় ভরা এক অচেনা ভূখণ্ড হয়ে উঠছে।’

রিজভী বলেন, ‘জনসমর্থিত নেত্রী কারাগারে। আর দুর্নীতি, সন্ত্রাস, দখল, লুটপাট যাদের যাপনসঙ্গী তারাই আজ রাষ্ট্রক্ষমতা আঁকড়ে রেখেছে। ক্ষমতার সুউচ্চ বলয়ে অবস্থান করে দম্ভে ও গর্বে আত্মস্ফীত শেখ হাসিনা পতনের ভূমি দেখতে পাচ্ছেন না বলেই বেগম খালেদা জিয়াকে বন্দি করে রেখেছেন।’

রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে করায়ত্ত করে কোনো চক্রান্ত সফল হবে না মন্তব্য করে তিনি বলেন, ‘বেগম জিয়াকে নিয়ে সরকারের সব চক্রান্ত প্রতিহত করতে জনগণ এবং বিএনপি আজ ঐক্যবদ্ধ ও অগ্রগামী। বেগম জিয়ার জীবন নিয়ে সরকারের গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ সচেতন। বেগম খালেদা জিয়াকে এই মুহূর্তে নিঃশর্ত মুক্তি দিতে হবে।’

বিজ্ঞাপন

গত পরশু রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, শওকত মাহমুদ, এছাড়াও হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, শফিউল বারী বাবু, সাইফুল আলম নীরব, সরফত আলী সপু, হাবিবুর রশীদ হাবিব, ব্যারিস্টার কায়সার কামাল, শাহ মো. আবু জাফর, ইশতিয়াক আজিজ উলফাত, সাদেক খান, সৈয়দ এহসানুল হুদা, ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান তালুকদার, টি এম রফিকুল ইসলাম রিপন, শাহ নেওয়াজ, সাঈদ মাহমুদ জুয়েল, রওনুকুল ইসলাম শ্রাবন, আশরাফুল ইসলাম রবিন, মো. আল আমিন, মো. রফিকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, বিমানবন্দর থেকে মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত এবং বৃহস্পতিবার (২৮ নভেম্বর) উচ্চ আদালতের ফটক থেকে বিএনপি’র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে গ্রেফতারের প্রতিবাদে নিন্দা জানান রিজভী।

তিনি বলেন, “বিরোধী শক্তিকে জর্জরিত করার জন্য সরকার সকল শক্তি নিয়োগ করেছে। সরকারের দুর্বিনীত হাতের হিংস্রতা এই মুহূর্তে চরম আকার ধারণ করেছে। তারই বহিঃপ্রকাশ আমরা দেখলাম গত পরশু রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েক শ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলার মাধ্যমে।”

রিজভী আরও বলেন, ‘আওয়ামী লীগের মধ্যে কখনোই ঔদার্য, ব্যাপক পরিসর, অন্য দলের প্রতি সহিষ্ণুতা, সহাবস্থানের কোনো বোধ নেই। এরা রাষ্ট্রকে নিজেদের সমষ্টিগত সম্পত্তি বলে মনে করে। তাই গণতন্ত্র, শান্তি, স্থিতি, সহমতকে ধ্বংস করে তারা দেশবাসীকে অশান্তির আগুনে দগ্ধ করছে প্রতিনিয়ত। ক্ষমতার মোহে এরা অন্ধের মতো আর কোনো পথের সন্ধান পাচ্ছে না।’ ক্ষমতার পর্বত চূড়ায় উঠে নামতে পারছেন না। তাই জুলুমের নীতি তাদের টিকে থাকার একমাত্র অবলম্বন বলেও জানান বিএনপির এ নেতা।

আওয়ামী লীগ চক্রান্ত বিএনপি রিজভী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর