Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬ কেজি স্বর্ণসহ শাহজালাল বিমানবন্দরে যাত্রী আটক


২৮ নভেম্বর ২০১৯ ১৬:৩৩ | আপডেট: ২৮ নভেম্বর ২০১৯ ১৬:৩৫

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মো. মুরশেদ হোসেন নামে এক যাত্রীকে ৬ কেজি ৬০ গ্রাম স্বর্ণসহ আটক করেছে ঢাকা কাস্টম হাউসের বিমানবন্দর ইউনিট। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেন।

তিনি জানান, চোরাচালানের গোপন সংবাদ থাকায় কাস্টম হাউসের সি শিফট গ্রিন চ্যানেলে সতর্ক অবস্থা জারি করে। গতকাল আনুমানিক রাত ৩টায় কাতার এয়ারওয়েজের কিউআর ৬৩৮ ফ্লাইটের যাত্রী মো. মুরশেদ হোসেন গ্রিন চ্যানেল অতিক্রমকালে কর্মকর্তাদের সন্দেহ হয়। পরবর্তীতে যাত্রীর হাতে থাকা ক্রোকারিজ সম্বলিত (খোলা গ্লাস সেট) শপিং ব্যাগ স্ক্যানিং করলে সুকৌশলে লুকায়িত স্বর্ণালঙ্কার শনাক্ত হয়।

বিজ্ঞাপন

সাজ্জাদ হোসেন আরও জানান, পরবর্তীতে এয়ারপোর্টের বিভিন্ন সংস্থার উপস্থিতিতে লাগেজ তল্লাশি করলে বিশেষ কায়দায় লুকানো ৬ কেজি ৬০ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। যার বাজার মূল্য ৩ কোটি ২১ লাখ টাকা। স্বর্ণ বহনকারী যাত্রীকে আটক এবং পুলিশে সোপর্দ করা হয়েছে। জব্দ করা স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

শাহজালাল বিমানবন্দর স্বর্ণ চোরাচালান স্বর্ণসহ আটক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর