বিকাশ থেকে ভিসা কার্ডের বিল পরিশোধের সুযোগ
২৮ নভেম্বর ২০১৯ ২২:৫৮ | আপডেট: ২৮ নভেম্বর ২০১৯ ২৩:০৪
বিকাশ অ্যাপের মাধ্যমে বাংলাদেশে ইস্যু করা ভিসা ক্রেডিট কার্ডের বিল পরিশোধের সুযোগ চালু হয়েছে। ফলে এখন ব্যাংকের লাইনে না দাঁড়িয়ে যেকোনো সুবিধামতো সময়ে যেকোনো স্থান থেকেই ক্রেডিট কার্ডের মাসিক বিল পরিশোধ করা সম্ভব হবে।
বিকাশের মাধ্যমে ভিসা ক্রেডিট কার্ডের বিল পরিশোধ সেবায় প্রযুক্তিগত সহায়তা দেবে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)।
বিকাশের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কয়েকটি সহজ ধাপে ভিসা ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করা যাবে। বিকাশ অ্যাপের পে-বিল আইকনে অথবা সাজেশন বক্স থেকে সরাসরি ভিসা ক্লিক করেই বিল দেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারবেন গ্রাহক। এরপর ক্রেডিট কার্ড নম্বর, বিলের পরিমাণ ও পিন দিয়ে পরিশোধ প্রক্রিয়া শেষ করতে হবে। ক্রেডিট কার্ডের এই বিল পরিশোধ সেবায় ১ শতাংশ সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।
বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, গ্রাহকের কার্ডের বিল পরিশোধকে আরও নিরবচ্ছিন্ন করতে আমরা এই সেবা চালু করেছি। ‘ক্যাশলেস’ অথবা ‘লেস-ক্যাশ’ সমাজ নির্মাণের যাত্রায় ঝামেলাবিহীন ও নির্ভরযোগ্য পেমেন্ট সেবা নিশ্চিত করতে কাজ করছে বিকাশ।
ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখার বলেন, বিকাশের মাধ্যমে ক্রেডিট কার্ডের বিল পরিশোধ ডিজিটাল লেনদেনের ইকোসিস্টেমকে আরও গতিশীল করবে। এই সেবা সারাদেশে কার্ডের গ্রাহক ও মার্চেন্ট পয়েন্ট বাড়িয়ে আরও বেশি ক্যাশলেস লেনদেনের সুযোগ তৈরি করবে।
ভিসা’র ভারত ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার টিআর রামাচন্দ্র বলেন, দৈনন্দিন ব্যস্ততায় প্রথাগত বিল পরিশোধ পদ্ধতির চ্যালেঞ্জগুলোর কারণে গ্রাহক নির্দিষ্ট সময়ের মধ্যে কার্ডের বিল পরিশোধে ব্যর্থ হন। বিকাশের সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে বিকাশ অ্যাপ থেকেই ক্রেডিট কার্ড বিল পরিশোধ সেবা চালু করতে পেরে আমরা আনন্দিত।