কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ইইউ পার্লামেন্টে আলোচনায় আজিজ আহমেদ
২৮ নভেম্বর ২০১৯ ১৪:৩৬ | আপডেট: ২৮ নভেম্বর ২০১৯ ১৪:৪৬
কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) ব্যবহার নিয়ে প্রযুক্তি বিশ্বে রয়েছে নানা বিতর্ক। এটি আমাদের জীবনযাত্রা যেমন প্রত্যাশার চেয়ে সহজ করবে তেমন রয়েছে কিছু ঝুঁকিও।
এ বিষয়ে ইউরোপিয়ান পার্লামেন্টে গত ২০ নভেম্বর আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রেখেছেন নিউ ইয়র্কভিত্তিক ইউটিসি অ্যাসোসিয়েটসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আজিজ আহমেদ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বনামধন্য এই প্রযুক্তি উদ্যোক্তা কৃত্রিম বুদ্ধিমত্তার ও নাগরিক জীবনে স্বাধীনতা নিয়ে আলোচনা করেন।
আজিজ আহমদ বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কাঠামো তৈরি করা আবশ্যক। তবে, অবশ্যই দৃষ্টি রাখতে হবে যেন তা মানবতার উন্নতি এবং সামাজিক কল্যাণে ব্যবহৃত হয়।
তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য অনেক দেশই যখন এ বিষয়ে আলোচনা করছে তখন কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে উন্নয়নশীল দেশগুলোর সামর্থ্য আমাদের খেয়াল রাখা উচিত। যাতে বৈশ্বিকভাবে তারা এক্ষেত্রে অবদান রাখতে পারে।
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের নীতিমালা প্রসঙ্গেও আলোচনা করেন তিনি।
অনুষ্ঠানে আরও ছিলেন ইউরোপীয় সংসদ সদস্য স্টিফেন সেজর্ন, ফ্রাঙ্ক আগস্টো জাম্পিনি, ড্যাসিয়ান সিওলোসসহ উচ্চ পর্যায়ের অতিথিরা।