স্ত্রী বলেছেন ডাকাতের হামলায় মৃত্যু, ভাই-বোনের অন্য সন্দেহ
২৮ নভেম্বর ২০১৯ ১৪:১৭
ভৈরব: ভৈরবের চন্ডিবের গ্রামের ঘর থেকে মাহবুবুর রহমান (৩৮) নামে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে তার স্ত্রী রোকসানা বেগমকে (৩০)। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভোররাতের কোনো এক সময় এই ঘটনা ঘটে। নিহত মাহবুবুর রহমান রেলওয়ে পূর্বাঞ্চলীয় বিভাগের যান্ত্রিক প্রকৌশলী হিসেবে কর্মরত
খবর পেয়ে পুলিশসহ বিভিন্ন আইনশঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন জানিয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীন বলেন, এটি ডাকাতি না পরিকল্পিত খুনের ঘটনা সেটি এখনো বলা যাচ্ছে না।
ওসি জানান, মাহবুবুর রহমান ঢাকার কমলাপুর রেলওয়ে লোকেশেডে কর্মরত। বুধবার রাত ১০টার দিকে তিনি বাড়ি ফেরেন। এই দম্পতির তিন সন্তান রয়েছে।
আহত আহত রোকসানা বেগম জানান, ভোররাত আনুমানিক ৩টা থেকে ৪টার দিকে ৪/৫ জনের একটি ডাকাতদল তাদের বাড়িতে হানা দেয়। ডাকাতরা তাঁকে ও তাঁর স্বামীকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে নগদ ৫০ হাজার টাকাসহ ৪/৫ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
তবে মাহবুবুর রহমানের ভাই-বোনরা এই ঘটনার জন্য ভিন্ন সন্দেহ প্রকাশ করেছেন। কেন ডাকাতরা গ্রিল ভেঙে ঢুকলেও পাশের ঘরে থাকা সন্তানরা বা প্রতিবেশীরা কিছু টের পায়নি সে বিষয়ে প্রশ্ন তোলেন তারা। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশের প্রতি অনুরোধ জানান তারা।
নিহতের বড় ভাই হাবিবুর রহমান জানান, ভাই হত্যার ঘটনায় তিনি মামলা করবেন।