অনুশীলনে ফিরলেন তামিম
২৮ নভেম্বর ২০১৯ ১৩:৫২ | আপডেট: ২৮ নভেম্বর ২০১৯ ১৬:২২
প্রায় এক মাস ব্যাট-বলের সঙ্গ তার কোনো যোগাযোগই ছিল না। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে বাতিল করেছেন ভারত সফর। লম্বা এই সময়টিতে হোম অব ক্রিকেটে তিনি ব্যাটিং অনুশীলন করেছেন বলেও জানা যায়নি। তবে ফিটনেস উন্নতিতে তার চেস্টার কমতি ছিল না মোটেই। স্ব উদ্যেগে নিয়মিতই ঘাম ঝরিয়েছেন।
এদিকে দরজায় কড়া নাড়তে শুরু করেছে বিপিএল। আর মাত্র ১২ দিন বাদেই দেশের ঘরোয়া ক্রিকেটের সবচাইতে জাঁকজকপূর্ণ এই আসরের পর্দা উঠবে। তাই হয়ত আর বসে থাকতে পারেনি, নেমে পড়েছেন ব্যাটিং অনুশীলনে।
বুঝতে পারছেন নিশ্চয়ই, কার কথা বলছি। হ্যাঁ, তিনি দেশে সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল।
বঙ্গবন্ধু বিপিএলে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনস তাকে দলে ভিড়িয়েছে। সেই দলটির ব্যাট হাতে রানের ফুলঝুরি ছোটাতে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) থেকে ব্যাটিং অনুশীলন শুরু করেছেন এই ওপেনার।
অনুশীলনে তামিমের সঙ্গে ছিলেন ঢাকা প্লাটুনম হেড কোচ মোহাম্মদ সালাউদ্দিন। গুরু সালাহউদ্দিনে সঙ্গে এ বাঁহাতি ওপেনার করলেন মজার একটি সেশন। যেখানে বোলারের ভূমিকায় ছিলেন কোচ নিজেই। আর আম্পায়ারের ভূমিকায় টেস্ট অধিনায়ক মুমিনুল হক আর ব্যাটসম্যান তামিম।