দেশে পৌঁছেছে লিবিয়ায় নিহত ৩ বাংলাদেশির মরদেহ
২৮ নভেম্বর ২০১৯ ১৩:৩২ | আপডেট: ২৮ নভেম্বর ২০১৯ ১৩:৩৫
ঢাকা: দেশে ফিরেছেন উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় নিহত তিন শ্রমিকের মরদেহসহ ১৫২ জন বাংলাদেশি। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।
বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক এ তথ্য নিশ্চিত করেছে।
নিহত তিনজন হলেন, রাজশাহীর বাগমারা উপজেলার বাবুল হোসেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার এরশাদ, নাটোরের লালপুর উপজেলার নজরুল ইসলাম। তিনজনের মধ্যে বাবুল হোসেন ড্রোন হামলায়, এরশাদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং নজরুল বন্দুকযুদ্ধে নিহত হন।
লিবিয়া ও বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সক্রিয় সহায়তায় লিবিয়ার মিসরাতা বিমানবন্দর থেকে একটি চার্টার্ড ফ্লাইটে তারা দেশে ফেরেন বলে জাননো হয়েছে ব্র্যাকের অভিবাসন কর্মসূচির পক্ষ থেকে।
ফেতর আসা ১৫২ জনের মধ্যে ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া ও ত্রিপোলিতে ড্রোন হামলায় মারাত্মকভাবে আহত ১০ জন বাংলাদেশি রয়েছেন।
গত ১৮ নভেম্বর লিবিয়ার রাজধানী ত্রিপোলির কাছে একটি বিস্কুট তৈরির কারখানায় ড্রোন হামলায় সাত জন নিহতের খবর পাওয়া যায়। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি ছিলেন বলে দূতাবাসের শ্রম কাউন্সিলর এস এম আশরাফুল ইসলাম নিশ্চিত করেন।