নিউমোনিয়া আক্রান্ত হয়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু
২৮ নভেম্বর ২০১৯ ১২:৪৯ | আপডেট: ২৮ নভেম্বর ২০১৯ ১২:৫০
নিউমনিয়ায় আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। কায়সার হোসেন নামের ওই শিক্ষার্থী জিয়াউর রহমান হল সংসদের সমাজসেবা বিষয়ক সম্পাদক।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর শমরিতা হাসপাতালে তার মৃত্যু হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রাব্বানী সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
শমরিতা হাসপাতালের ডাক্তার জানান, ফুসফুসে ইনফেকশনের ফলে শ্বাসকষ্টজনিত কারণে তার মৃত্যু হয়েছে। কায়সার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি মাণিকগঞ্জ জেলায়।
কায়সারের বন্ধুরা জানান, অবস্থা সংকটাপন্ন হলে তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, আমরা জানতে পেরেছি একজন শিক্ষার্থী শমরিতা হাসপাতালে মারা গেছে। হল প্রশাসন সেখানে যাচ্ছেন। পরবর্তী প্রত্যেকটি পদক্ষেপে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহযোগিতা করবে। প্রক্টর দুঃখ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীরা অসুস্থ হয় কিন্তু আমাদের জানায় না। আমাদের বড় বড় হাসপাতাল রয়েছে। আমাদের অবহিত করলে আমরা তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে পারি।