Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে কারখানায় আগুন, আড়াই ঘণ্টা পর নিযন্ত্রণে


২৮ নভেম্বর ২০১৯ ১৩:৪১

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরের এমসি বাজার এলাকার একটি পোশাক কারখানায় লাগা আগুন প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় নেভাতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে এমসি বাজারে নোমান গ্রুপের নাইস ডেনিম কারখানায় এই ঘটনা ঘটে।

মাওনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নাহিদ জানান, সকাল ৮টার কিছু আগে আগুন লাগে। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নেভায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। তবে আসল কারণটি তদন্তের পরই বলতে পারবেন বলে জানালেন এই ফায়ার সার্ভিস কর্মকর্তা।

আগুনে কারখানাটির বিভিন্ন মালামাল ও মেশিন পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

পোশাক কারখানায় আগুন ফায়ার সার্ভিস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর