Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমাকে হেয় করার অপচেষ্টা চলছে: এমপি নজরুল ইসলাম বাবু


২৭ নভেম্বর ২০১৯ ২২:১১

ঢাকা: ‘সংবাদমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ সংবাদ প্রচার বন্ধে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের (আড়াইহাজার) সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে রাজধানী ঢাকার রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।

জাতীয় নির্বাচন ও দলীয় সম্মেলনের আগেই এসব ষড়যন্ত্রকারীরা তার বিরুদ্ধে মিথ্যাচার করে উল্লেখ করে তিনি বলেন, আমার সাংগঠনিক কার্যক্রমে ঈর্ষান্বিত হয়ে আওয়ামী রাজনীতিতে অনুপ্রবেশকারীরা ঘোলাপানিতে মাছ শিকার করার আশায় গণমাধ্যমকে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করছে। পাশাপাশি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার নামে-বেনামে অসত্য অভিযোগ দায়ের করে দেশ ও জাতির কাছে আমাকে হেয় করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।’

সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম বাবু তার বর্ণাঢ্য রাজনীতির ইতিবৃত্ত তুলে ধরে লিখিত বক্তব্যে বলেন, ‘স্কুল পর্যায় থেকেই আমি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দায়িত্ব পালন শেষে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের দায়িত্ব পালন করি। কেন্দ্রীয় ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন শেষে জামায়াত-বিএনপির আমলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক হয়ে অসংখ্য মিথ্যা মামলায় দীর্ঘ নয় মাস কারাবাস করেছি। তারপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমি ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাসহ দেশব্যাপী ছাত্রলীগকে আরও সুসংগঠিত করি।’

তিনি বলেন, ‘২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দেশের ইতিহাসের অন্যতম নিকৃষ্টতম গ্রেনেড হামলার শিকার হয়ে সারা শরীরে গ্রেনেডের অসংখ্য স্প্রিন্টার বয়ে বেড়াচ্ছি।’

বিজ্ঞাপন

এক-এগারোর সময়ে কারাবন্দি শেখ হাসিনার মুক্তির দাবিতে আন্দোলনে সক্রিয়তা ছিল উল্লেখ করে এমপি বাবু বলেন, ‘রাজপথে আন্দোলন সংগ্রাম করে আল্লাহর রহমতে কারাবন্দি শেখ হাসিনার মুক্তির মধ্য দিয়ে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে জনগণের ভোটে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হই।’

প্রধানমন্ত্রীর নির্দেশে চলমান শুদ্ধি অভিযানের ভূয়সী প্রশংসা করে আড়াইহাজারের এই এমপি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযান একটি সময়োপযোগী সাহসী উদ্যোগ। যা ইতোমধ্যে সর্বমহলে প্রশংসিত।’

চলমান এই শুদ্ধি অভিযানের মধ্যেও আওয়ামী লীগ বিরোধী একটি চক্র তার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনেছে উল্লেখ করে এমপি বাবু বলেন, ‘এই শুদ্ধি অভিযান চলাকালে হঠাৎ করে কিছু ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় আমাকে নিয়ে অপ্রাসঙ্গিক সংবাদ প্রকাশ করে। যার সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতাই নেই। টেন্ডারবাজি, দখলবাজি, ক্যাসিনো, দুর্নীতি যা আমার জন্য কল্পনাতীত। এ রকম কিছু অপকর্মের সাথে আমাকে সম্পৃক্ত করে সংবাদ প্রকাশ করে আমার ব্যক্তিগত সম্মানহানি হয়েছে এবং আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে আড়াইহাজার উপজেলাকে আধুনিক উপজেলায় পরিণত করে সেখানকার উন্নয়নের সামগ্রিক চিত্র তুলে ধরেন তিনি।

গত ১১ বছরে আড়াইহাজারে কোনো রাজনৈতিক সহিংসতা ঘটেনি উল্লেখ করে তিনি বলেন, ‘দলীয় শৃঙ্খলা পুরোপুরি বজায় থাকার কারণে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর মধ্যে কোনো মতভেদ সৃষ্টি হয়নি। এ কারণে স্থানীয় নির্বাচনে প্রতিটি পদে আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করেছেন। আমার নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগসহ সকল অঙ্গসংগঠনগুলো সুসংগঠিত হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘২০১৬ সালে জনৈক বারেক আলী নামের এক ব্যক্তি আমার বিরুদ্ধে দুদকে একটি অভিযোগ দায়ের করে। দীর্ঘ দুই বছর অনুসন্ধান ও তদন্ত করে দুদক আমার বিরুদ্ধে কোনো অভিযোগের সত্যতা পায়নি। পরে সেটি থেকে আমি অব্যাহতি পাই।’

পর পর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে জনগণের কাছে তার দায়বদ্ধতা আছে উল্লেখ করে এমপি নজরুল ইসলাম বাবু বলেন, ‘আমার বিরুদ্ধে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রচারিত অসত্য অভিযোগের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। ন্যায়-নীতি নিয়ে প্রধানমন্ত্রীর পাশে থেকে দেশ ও জাতির সেবায় নিজেকে সব সময় নিয়োজিত রাখতে চাই। এটি আমার অঙ্গীকার।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ জানান, তার বিরুদ্ধে এসব চক্রান্ত করছে ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বাধীন যুবলীগের কমিটির নেতা ইকবাল পারভেজ। যিনি নিজে দুদকের মামলায় ইতোমধ্যেই সাজাপ্রাপ্ত।

এ সময় এমপি নজরুল ইসলাম বাবু অসত্য সংবাদ বন্ধে সকল সাংবাদিকদের সহায়তা চান।

আওয়ামী লীগ এমপি বাবু নজরুল ইসলাম বাবু

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর