Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উদ্যোক্তা তৈরিতে অংশীদার হতে চাই: আতিকুল ইসলাম


২৭ নভেম্বর ২০১৯ ২১:৫৫

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, দেশকে আর্থ-সামাজিকভাবে উন্নত করতে দক্ষকর্মী ও পেশাজীবীর সঙ্গে সঙ্গে দক্ষ উদ্যোক্তা তৈরি অপরিহার্য। আমি এই দক্ষ উদ্যোক্তা তৈরিতে অংশীদার হতে চাই। আমি নিজেও উদ্যোক্তাদের মেন্টর হতে চাই।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁও এ অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে Bangladesh Youth Enterprise Advice & Helpcentre (BYEAH) আয়োজিত প্রকল্প শিখন বিনিময় ও শীর্ষ দশ তরুণ উদ্যোক্তার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন।

বিজ্ঞাপন

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমাদের চাকরির করার চেয়ে চাকরি দেওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে।’ তিনি নিজের উদাহরণ টেনে বলেন, পরিবারের চাকরিজীবী সকল ভাই-বোনের সবার ছোট হয়েও তিনি চাকরির দিকে না ঝুঁকে ব্যবসাকে প্রাধান্য দিয়েছিলেন। নিজে তার মেধা, পরিশ্রম, অধ্যবসায় দিয়ে হয়েছেন দেশের অন্যতম সফল ব্যবসায়ী। স্বীকৃতিস্বরূপ নির্বাচিত হয়েছেন বিজিএমইএ এর সভাপতি।

তিনি বলেন, মানুষের জীবনে উত্থান-পতন আছে থাকবে, আমিও অনেকবার বড় ধাক্কা খেয়েছি, বাঁধা পেয়েছি, কিন্তু ঠিকই ঘুরে দাঁড়িয়েছি আবার। থেমে থাকলে চলবে না, লড়তে হবে, পরিশ্রম করতে হবে, পরিশ্রমের কোনো বিকল্প নেই।’

প্রজেক্ট লার্নিং শেয়ারিং অ্যান্ড অ্যাওয়ার্ড সেরিমনি এর সভাপতি আব্দুল মুয়ীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন BYEAH এর নির্বাহী পরিচালক আশফাহ হক, মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহি বি চৌধুরী, এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক গোকুল কৃষ্ণ ঘোষ।

উদ্যোক্তা ডিএনসিসি ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর