Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসামে বিদেশি সাংবাদিকদের ওপর নিষেধাজ্ঞা!


২৭ নভেম্বর ২০১৯ ২০:০৯ | আপডেট: ২৭ নভেম্বর ২০১৯ ২০:১০

ভারতের আসামে বিদেশি সাংবাদিকদের সংবাদ সংগ্রহে ‘নিষেধাজ্ঞা’ দিয়েছে দিল্লি। রাজ্যটির নাগরিকপঞ্জি নিয়ে যেন বিদেশি সাংবাদিকরা খবর প্রকাশ করতে না পারে সেজন্যই এই ব্যবস্থা বলে ভাবা হচ্ছে।

বুধবার (২৭ নভেম্বর) ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

তথ্য অধিকার আইনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আসামে বিদেশি সাংবাদিকদের প্রবেশ বিষয়ে জানতে চেয়েছিলেন গুয়াহাটির বাসিন্দা প্রবীণ সাংবাদিক রাজীব ভট্টাচার্য।

জবাবে মন্ত্রণালয় জানিয়েছে, আসাম সফরের ভিসার জন্য আবেদন করা ৭ বিদেশি সাংবাদিকের আবেদন ‘সংশ্লিষ্ট’ বিভাগ যাচাই-বাছাই করে দেখছে। এছাড়া ওই সাংবাদিকদের পরিচয় সম্পর্কেও কোনো তথ্য দেওয়া হয়নি।

রাজীব ভট্টাচার্য বলেন, কেন্দ্রে বিজেপি ক্ষমতায় রয়েছে। ফলে মিডিয়ার ওপর বিধিনিষেধে আমি অবাক হইনি।

আসাম আসামে নাগরিকপঞ্জি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর