Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হলি আর্টিজান রায় নিয়ে কোনো প্রতিক্রিয়া নেই বিএনপির


২৭ নভেম্বর ২০১৯ ১৮:৩৯ | আপডেট: ২৭ নভেম্বর ২০১৯ ১৯:২৬

ঢাকা: হলি আর্টিজান হামলার পর সরকারের ‘ব্যর্থতা’ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া জানালেও রায় নিয়ে কোনো প্রতিক্রিয়া নেই বিএনপির। দলটির শীর্ষ নেতারা রায়ের ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি। দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা নাগাদ পাওয়া যায়নি।

এর আগে বুধবার দুপুরে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার রায় ঘোষণা করেন। রায়ে সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন আদালত। ফাঁসিতে ঝুলিয়ে এই মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হয়। মামলার আরেক আসামি নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরক শাখার প্রধান মিজানুর রহমান ওরফে বড় মিজানকে খালাস দেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামিদের মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডেও দণ্ডিত করা।

বিজ্ঞাপন

রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটে ২০১৬ সালের ১ জুলাই। এই নৃসংশ ঘটনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাজপথের প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সংকট উত্তরণে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পরস্পরকে দোষারোপ না করে সেই প্রথম আওয়ামী লীগ ও বিএনপি প্রধান এক সুরে কথা বলে।

কিন্তু কিছু দিনের মধ্যে সরকারের দায়িত্বশীল কয়েকজন মন্ত্রী এবং বিএনপির কয়েকজন শীর্ষ নেতা পরষ্পরকে দোষারোপ করতে থাকেন। নৃসংশ ওই ঘটনার জন্য বিএনপি নেতারা সরকার এবং আইনপ্রয়োগকারী সংস্থার ব্যর্থতাকে দায়ী করতে থাকেন।

তবে বুধবার রায়ের পর প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সারাবাংলাকে বলেন, ‘কীসের প্রতিক্রিয়া? আদালতের রায় নিয়ে আবার প্রতিক্রিয়া কীসের? তারপরও বিএনপির পক্ষ থেকে যদি কোনো প্রতিক্রিয়া জানানোর থাকে, তাহলে সেটি দলের মহাসচিব জানাবেন।’

বিজ্ঞাপন

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বচন্দ্র রায় সারাবাংলাকে বলেন, ‘এ নিয়ে প্রতিক্রিয়া দেওয়ার কী আছে? রাষ্ট্রের এত বড় একটা নৃশংস ঘটনার ক্ষেত্রে আদালত যে রায় দিয়েছেন, সেটা একেবারেই স্বাভাবিক। এখন দেখতে হবে, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত ছিল কি না?’

রায়ের ব্যাপারে প্রতিক্রিয়া নেওয়ার জন্য একাধিকবার ফোন দিলেও তা রিসিভ করেননি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি বিএনপির প্রতিক্রিয়া রায়ের প্রতিক্রিয়া হলি আর্টিজান মামলার রায় হলি আর্টিজান হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর