Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর


২৭ নভেম্বর ২০১৯ ১৯:২৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বাসটি কোরিয়ান ইপিজেডের ইয়ং ওয়ান কারখানার বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) সকালে বাকলিয়া থানার শাহ আমানত সেতুর ওপর এই দুর্ঘটনা ঘটে।

মৃত জামাল উদ্দিন (৫০) পূর্ব বাকলিয়ার মুন্সী কাইতানের বাড়ীর বাসিন্দা মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি বিভিন্ন নির্মাণ প্রতিষ্ঠানে ইট-বালু সরবরাহের কাজ করতেন।

বিজ্ঞাপন

স্বজনদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার সারাবাংলাকে জানান, সকাল ৬টার দিকে ব্যবসায়িক কাজে কর্ণফুলী উপজেলায় যাচ্ছিলেন জামাল। শাহ আমানত সেতুর ওপর পেছন থেকে আসা একটি বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী জামাল ছিটকে পড়ে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, কোরিয়ান ইপিজেডের ইয়ং ওয়ান কারখানার শ্রমিকদের বহনকারী একটি বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী জামালের মৃত্যু হয়েছে। তবে এই তথ্য আরও খতিয়ে দেখতে হবে।’

মৃত জামালের স্ত্রী শাহনাজ বেগম বাদি হয়ে অজ্ঞাত বাসের চালক ও সহকারীর বিরুদ্ধে মামলা করেছেন বলে ওসি জানিয়েছেন।

আরহী নিহত মোটরসাইকেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর