জঙ্গির মাথায় আইএস টুপি: কারা কর্তৃপক্ষের তদন্ত কমিটি
২৭ নভেম্বর ২০১৯ ১৬:৪৫ | আপডেট: ২৭ নভেম্বর ২০১৯ ১৭:০৬
ঢাকা: হলি আর্টিজানে জঙ্গি হামলা মামলার রায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি রাকিবুল হাসান রিগানের মাথায় ইসলামিক স্টেটের (আইএস) প্রতীক খচিত টুপি কিভাবে পৌঁছেছে, তার সন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কারা কর্তৃপক্ষ। রিগানকে টুপি সরবরাহে কারাগারের কেউ জড়িত ছিল কি না, সেটিও সন্ধান করবে কমিটি। পাঁচ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) বিকেলে এই তদন্ত কমিটি গঠন করা হয় বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফা কামাল পাশা।
আরও পড়ুন- আসামির মাথায় আইএসের টুপি! কিভাবে এলো?
তিনি বলেন, আমরা গণমাধ্যমে এক আসামির মাথায় বিশেষ ধরনের কালো একটি টুপি দেখতে পেয়েছি। এই টুপি সে কোথায় পেয়েছে, কারাগার থেকে সে টুপি সংগ্রহ করেছে কি না— এসব বিষয় খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি করা হয়েছে। অতিরিক্ত কারা মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজি প্রিজন) কমিটির নেতৃত্বে থাকবেন।
আইজি প্রিজন মোস্তাফা কামাল পাশা জানান, আসামিকে টুপি সরবরাহে কারও জড়িত থাকার প্রমাণ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সারাদেশেই কারাগারগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন- আইএসের দৃষ্টি আকর্ষণ করতে হলি আর্টিজানে হামলা: আদালত
বুধবার (২৭ নভেম্বর) দুপুর ১২টা ৫ মিনিটে আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচার মো. মজিবুর রহমান। রায়ে আট আসামির মধ্যে সাত জনকে মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দেওয়া হয়। এসময় আসামিদের সবাই এজলাসে হাজির ছিল।
এর আগে, সকাল সাড়ে ৯টার দিকে আসামিদের কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বের করা হয়। সকাল ১০টা ২০ মিনিটের দিকে তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এনে হাজতখানায় রাখা হয়। কার্যক্রম শুরু হলে দুপুর ১২টার দিকে তাদের আদালতের এজলাসে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন- যা আছে হলি আর্টিজান হামলা মামলার রায়ে
তবে রায় ঘোষণা শেষে আসামিদের যখন কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়ার জন্য এজলাস থেকে বের করা হয়, তখন দেখা যায়, মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি রাকিবুল হাসান রিগানের মাথায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের প্রতীক খচিত কালো একটি টুপি। তা নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়।
রাষ্ট্রপক্ষের প্রধান কৌসুঁলি আবদুল্লাহ আবু সারাবাংলার কাছে নিজেও এ নিয়ে উদ্বেগ জানান। তিনি নিজেই প্রশ্ন রেখে বলেন, আসামি কোথায় পেয়েছে এই টুপি!
আরও পড়ুন- ‘বিশ্বের কাছে প্রমাণ করেছি, এরকম হত্যায় দেশে দ্রুত বিচার হয়’
এ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ‘এটা আসলে আমার জানার কথা নয়। তবে অবশ্যই বিষয়টির তদন্ত হওয়া উচিত। এই প্রেস কনফারেন্স শেষ করেই আমি এ বিষয়ে তদন্ত করতে বলব।’
আরও পড়ুন-
নিরাপত্তার চাদরে ঢাকা নিম্ন আদালত
রায় অনুকরণীয় হয়ে থাকবে: পররাষ্ট্রমন্ত্রী
‘পুলিশের সক্ষমতা বাড়ায় কোণঠাসা জঙ্গিরা’
৫২ কার্যদিবস শেষে হলি আর্টিজান মামলার রায়
যেভাবে রায়ের পর্যায়ে পৌঁছালো হলি আর্টিজান মামলা
হলি আর্টিজানে হামলা: ৮ আসামির বিরুদ্ধে রায় পড়া শুরু
হলি আর্টিজান জঙ্গি হামলা মামলা: কেমন ছিল রায়ের ১৫ মিনিট