Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদিশাকে উকিল নোটিশ


২৭ নভেম্বর ২০১৯ ১৬:৫৭ | আপডেট: ২৭ নভেম্বর ২০১৯ ১৬:৫৮

ঢাকা: জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহাম্মদের সাবেক স্ত্রী বিদিশাকে উকিল নোটিশ পাঠিয়েছেন অ্যাডভোকেট এম এম সালাউদ্দিন আহমেদ। জাতীয় পার্টির যুগ্ম আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবু ওহাবের পক্ষে মঙ্গলবার (২৬ নভেম্বর) উকিল নোটিশ পাঠান সালাউদ্দিন আহমেদ।

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় বিদিশাকে উকিল নোটিশ পাঠানো হয়েছে জানিয়ে সারাবাংলাকে শেখ মোহাম্মদ আবু ওহাব বলেন, ডাকযোগে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ১৫ দিনের মধ্যে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে বিদিশার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে জাতীয় পার্টির একজন প্রেসিডিয়াম সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ছেলের কাছে মা যেতেই পারে তবে এরশাদ সাহেব ট্রাস্টকে যে জমি দিয়ে গেছেন তা নিষ্পত্তি হতে আদালত পর্যন্ত গড়াতে পারে। এই আইনের কারণে বিদিশা বাধা প্রাপ্ত হচ্ছেন।

এদিকে, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, ওই সম্পত্তি আমার নয়। আমি ট্রাস্টের সদস্যও না। এমনকি এরিকও এই সম্পত্তির একক মালিক নন। তিনি যতদিন জীবিত আছেন ততদিন তিনি ট্রাস্টের সম্পত্তি ভোগদখল করবেন। ট্রাস্টের সদস্যরা এ বিষয়ে যা সিদ্ধান্ত নেবেন তাই চূড়ান্ত হবে।

তবে আইনি পদক্ষেপ নেওয়ার ব্যাপারে পরে ভেবে দেখবেন বলে জানান জি এম কাদের।

জাতীয় পার্টি টপ নিউজ বিদিশা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর