জঙ্গিবাদ প্রশমনে যুগান্তকারী রায়: অ্যাটর্নি জেনারেল
২৭ নভেম্বর ২০১৯ ১৫:৫৮
ঢাকা: রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড দিয়ে বিচারিক আদালতের রায়কে জঙ্গিবাদ প্রশমনের ক্ষেত্রে যুগান্তকারী বলে মন্তব্য করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
বুধবার (২৭ নভেম্বর) নিজ কার্যালয়ে রায় পরবর্তী এক প্রতিক্রিয়ায় তিনি গণমাধ্যমকে এ কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল আরো বলেন, এই মামলার থেকে আমাদের দেশ যে জঙ্গিবাদ উৎপাটনের ক্ষেত্রে আন্তরিক এবং দ্রুত পদক্ষেপ নিতে সক্ষম এটি প্রমাণ হচ্ছে।
মাহবুবে আলম বলেন, হলি আর্টিজানে নৃশংস হামলার ঘটনাটি আমাদের দেশের ভাবমূর্তি অনেকটা ম্লান করেছিল। এ রায়ের ফলে আমাদের সে ভাবমূর্তি এবং জঙ্গিবাদ নির্মূলে আমাদের সরকারের যে তৎপরতা এটি প্রমাণিত হয়েছে।
মামলার পরবর্তী কার্যক্রম সম্পর্কে অ্যাটর্নি জেনারেল বলেন, এ রায়ের পরে ডেথ রেফারেন্স (মৃত্যুদন্ডাদেশ অনুমোদনের জন্য) হিসাবে মামলাটি হাইকোর্টে আসবে। তখন আমরা আমাদের সব রকম প্রস্তুতি নিয়ে এ মামলাটি পরিচালনা করার চেষ্টা করবো। যাতে জঙ্গিবাদের ব্যাপারে আদালত যে রায় দিয়েছেন, তা যেন বহাল থাকে।
জঙ্গিবাদের বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, অন্যান্য যারা জঙ্গিবাদে সম্পৃক্ত হয়ে যাচ্ছে এই রায় তাদের কাছে যেন মেসেজ হিসেবে যায়। দুঃখজনক ব্যাপার যারা বিত্তবান ঘরের ছেলে তারাই ভালো স্কুলে পড়াশোনা করছে তারাই এসব জঙ্গিবাদের সঙ্গে যুক্ত যাচ্ছে। সব শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার বলে মনে করেন তিনি।
এর আগে সকালে গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলা মামলার রায়ে ৭ জনকে মৃত্যুদন্ড এবং একজনকে খালাস দিয়ে রায় দেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো: মজিবুর রহমান।
রায়ে মামলার ৮ আসামির মধ্যে ৭ জনকে মৃত্যুদন্ড দেওয়া হয়।
মৃত্যুদন্ড প্রাপ্তরা হলেন জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আসলাম হোসেন র্যাশ, হাদিসুর রহমান, রাকিবুল হাসান রিগেন, মো: আবদুস সবুর খান, শরিফুল ইসলাম খালেদ ও মামুনুর রশিদ রিপন। মৃত্যুদন্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি মিজানুর রহমান ওরফে বড় মিজানকে খালাস দেওয়া হয়েছে।
উল্লেখ্য, জঙ্গিরা ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজানে হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২২ জনকে হত্যা করে। তাদের গুলিতে দুই পুলিশ কর্মকর্তাও নির্মমভাবে মারা যান। পরে সেনা-কমান্ডো অভিযানে ঘটনাস্থলে পাঁচ জঙ্গি নিহত হয়।