হলি আর্টিজান জঙ্গি হামলা মামলা: কেমন ছিলো রায়ের ১৫ মিনিট
২৭ নভেম্বর ২০১৯ ১১:৫৯ | আপডেট: ২৭ নভেম্বর ২০১৯ ১২:৩২
১২টা ২৫: হলি আর্টিজানে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাত আসামিকে দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে কারাগারে নেওয়ার প্রক্রিয়া শুরু।
১২টা ২০: ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৭ আসামিকে এজলাস থেকে বের করে ফের হাজতখানার দিকে নেওয়া হয়।
১২.১৯: রায় ঘোষণা শেষে এজলাস ছাড়েন বিচারক মো. মজিবুর রহমান
১২টা ১৬: রায় ঘোষণার সাথে সাথে আসামিরা চিৎকার শুরু করে। এসময় তারা উগ্র মেজাজ দেখাতে থাকে।
১২টা ১৫: মামলার সাত জন আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ। এক আসামি খালাস দেওয়া হয়েছে
১২টা ১২: বিচারক সারসংক্ষেপে বলেন, এই মামলার বিচার প্রক্রিয়ায় ন্যায় বিচার নিশ্চিত করার সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। সকল আইএস’ এর দৃষ্টি আকর্ষণে এ হামলা করা হয় বলেও মত দেন।
১২টা ১০: এ পর্যায়ে মামলার পরিচালনার সারসংক্ষেপ তুলে ধরেন বিচারক মো. মজিবুর রহমান
১২টা ০৮: বিচারক হলি আর্টিজান হামলাকে নৃংশস হত্যাযজ্ঞ বলে উল্লেখ করে ঘটনার বিবরণ পড়ে শোনান
বেলা ১২ টা ০৫: রায় পরা শুরু করেছেন আদালত। রায় পরার সময় আদালতের দরজা বন্ধ করে দেয় পুলিশ।
বেলা ১২টা ০৪: ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান উঠেছেন এজলাসে
বেলা ১২টা: আসামিদের এজালাসে ওঠানো হয়েছে।
বেলা ১১টা ৫৮: আদালত কক্ষে আইনজীবী সংবাদকর্মীসহ অন্যদের ঢোকার সুযোগ। কক্ষটি স্ক্যানিংয়ের জন্য যাদের কিছুক্ষণ আগেই বাইরে যেতে বলা হয়েছিলো।
বেলা ১১টা ৫৫: আদালতে ভিতরে ১০/১৫ জন পুলিশ সদস্য বেঞ্চ, চেয়ার, টেবিল, কাগজ পত্র সব কিছু স্কানিং করছেন।
সকাল ১১টা ৫০: আদালত প্রস্তুত করা হচ্ছে। ভেতরের সকল আইনজীবী ও সংবাদকর্মীদের বাইরে যেতে বলা হয়েছে। আদালত কক্ষ পরীক্ষা করে তাদের আবার ঢোকার সুযোগ দেওয়া হবে।
সারবাংলা/এআই/এমএম