Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুরে শাশুড়ি হত্যার দায়ে পুত্রবধূসহ ৪ জনের মৃত্যুদণ্ড


২৭ নভেম্বর ২০১৯ ০৪:১১

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদরে শাশুড়িকে শ্বাসরোধ করে হত্যার দায়ে পুত্রবধূসহ ৪ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহেনূর এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. জসিম উদ্দিন (পিপি) বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- পুত্রবধূ শারমিন আক্তার ও জামাল, নাজিম ও জসিম। আসামিরা জামিনে বের হয়ে পলাতক রয়েছে।

বিজ্ঞাপন

মামলা সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ধর্মপুর গ্রামে পুত্রবধূ শারমিন আক্তারের পরকিয়া প্রেমে বাধা দেওয়ায় শাশুড়ি জাকেরা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ২০১৬ সালের ১৪ জুলাই রাতে ঘটনাটি ঘটে। পরদিন ১৫ জুলাই শারমিন আক্তার ও তার প্রেমিক জামাল, নাজিম ও জসিমকে আসামি করে লক্ষ্মীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন মো. খোরশেদ আলম। তিনি সম্পর্কে নিহতের দেবর।

মৃত্যুদণ্ড লক্ষ্মীপুর শাশুড়ি হত্যা

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর