Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশি ৩ জেলেকে ফেরত দিল বিএসএফ


২৭ নভেম্বর ২০১৯ ০৩:২৬

রাজশাহী: রাজশাহীর বাঘায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তিন জেলেকে ধরে নিয়ে যাওয়ার পর তাদের ফেরত দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে বিজিবি ও বিএসএফ-এর মধ্যে এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়। তারা হলেন- বাঘার মীরগঞ্জের ভানুকর চাইপাড়ার খলিল ব্যাপারীর ছেলে বাবু ব্যাপারী (৩০), চারঘাট উপজেলার রাওথা গ্রামের ইয়াজলের ছেলে এনামুল হক (৪৫) ও একই গ্রামের সাজদার রহমানের ছেলে হাসিবুল ওরফে ডাবু (২০)।

বিজ্ঞাপন

এর আগে একই দিন সকালে বাংলাদেশ-ভারত সীমান্ত ঘেঁষা বাঘার আতারপাড়া এলাকার পদ্মানদীতে মাছ ধরার সময় নিজ দেশের সীমানা অতিক্রম করে ভারতের সীমানায় অনুপ্রবেশের অভিযোগে তিন জেলেকে ধরে নিয়ে যায় বিএসএফ।

রাজশাহী-১ ব্যাটালিয়ন মীরগঞ্জ বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল মান্নান বলেন, তিন জেলেকে ধরে নিয়ে যাওয়ার পর তাদের ফিরিয়ে আনার জন্য আলাইপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার বিএসএফকে চিঠি দিয়ে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানান। আমন্ত্রণে সাড়া দিয়ে বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেন বিএসএফ। পরে তাদের ক্যাম্পে নেওয়া হয়।

আইনি প্রক্রিয়ায় মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আব্দুল মান্নান।

জেলে ফেরত টপ নিউজ বিএসএফ বিজিবি

বিজ্ঞাপন

নায়ক রাজের জন্মদিন আজ
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:২১

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর