হাইকোর্টে সংঘর্ষ: বিএনপির ৫০০ নেতাকর্মীর নামে মামলা
২৬ নভেম্বর ২০১৯ ২৩:৩৭ | আপডেট: ২৬ নভেম্বর ২০১৯ ২৩:৪৬
ঢাকা: হাইকোর্টের সামনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। এতে আসামি করা হয়েছে অজ্ঞাতনামা ৫০০ জনকে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শাহবাগ থানায় এ মামলা দায়ের করা হয়। মামলা নম্বর ৩২।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান সারাবাংলাকে বলেন, দুপুরে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হয় এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় রাতে পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে মামলা করেছে।
আরও পড়ুন- পুলিশি অ্যাকশনে ছত্রভঙ্গ বিএনপি কর্মীরা, পালানোর সময় গাড়ি ভাঙচুর
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিএনপির নেতাকর্মীরা হাইকোর্টের সামনে অবস্থান নেন। দুপুর ২টার দিকে পুলিশ তাদের সরিয়ে দিতে লাঠিচার্জ ও বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। পুলিশের ধাওয়ায় নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার সময় রাস্তায় গাড়ি ভাঙচুর করে। এ সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি গাড়িও ভাঙচুর করা হয়। গাড়ি ভাঙচুর করতে করতে বিক্ষুব্ধ কর্মীরা সটকে পড়ে।
পুলিশ জানিয়েছে, বিএনপি কর্মীরা আগে থেকেই গাছের ডাল এনে রেখেছিল। পুলিশের অ্যাকশন প্রতিহত করতে ওইসব ডাল ব্যবহার করা হয়। এছাড়া এগুলো দিয়ে গাড়ি ভাঙচুরও করা হয়। বিএনপি নেতাকর্মীদের আনা গাছের ডালগুলো পুলিশ জব্দ করেছে।
টপ নিউজ পুলিশের সঙ্গে সংঘর্ষ বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ মামলা