চিকিৎসা পেলেন মুক্তিযোদ্ধা ছাত্তার, পাবেন প্রতিমাসের ওষুধও
২৬ নভেম্বর ২০১৯ ২২:৫৮ | আপডেট: ২৭ নভেম্বর ২০১৯ ০৯:৫৯
ঢাকা: অর্থাভাবে চিকিৎসাহীন মুক্তিযোদ্ধা আব্দুল ছাত্তারকে বিনামূল্যে চিকিৎসা দিয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল। তার প্রতিমাসের ওষুধের ব্যবস্থা করা হবে— এমন প্রতিশ্রুতিও এসেছে।
সম্প্রতি সারাবাংলা ডটনেটে মুক্তিযোদ্ধা আব্দুল ছাত্তারের দুরবস্থা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি অনলাইন অ্যাকটিভিস্ট ও চিকিৎসক সুব্রত ঘোষের নজরে এলে তিনি আব্দুস ছাত্তারের চিকিৎসার ব্যাপারে উদ্যোগ নেন। সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়ার তত্ত্বাবধানে হাসপাতালটিতে বিনামূল্যে এই মুক্তিযোদ্ধার চিকিৎসা হয়।
আরও পড়ুন- টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না মুক্তিযোদ্ধা ছাত্তার
ডা. সুব্রত ঘোষ সারাবাংলাকে বলেন, ‘উনার (মুক্তিযোদ্ধা ছাত্তার) হৃদরোগে সমস্যা ছিল। উনার ডায়বেটিস অনিয়ন্ত্রিত। আর্থিক অস্বচ্ছলতার কারণে তিনি নিয়মিত ওষুধও খেতেন না। এসব কারণে এই রোগগুলো আরও বাড়তে থাকে।’
সোহরাওয়ার্দী হাসপাতালে গত কয়েকদিন ধরেই মুক্তিযোদ্ধা ছাত্তারের চিকিৎসা চলছিল জানিয়ে ডা. সুব্রত বলেন, ‘তার বিভিন্ন টেস্ট করানো হয়েছে। মেডিক্যাল রিপোর্ট অনুযায়ী বর্তমানে তিনি মোটামুটি সুস্থ আছেন। তাকে নিয়মিত ওষুধ খেতে হবে এবং চিকিৎসকদের ফলোআপে থাকতে হবে।’
সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার মুক্তিযোদ্ধা ছাত্তারের প্রতিমাসের ওষুধের ব্যবস্থা করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানান তিনি।
মুক্তিযোদ্ধা ছাত্তার জানিয়েছিলেন, চার বার হার্ট অ্যাটাক করেছেন তিনি। তার দু’টো কিডনিই নষ্ট হয়ে গেছে। তবে চিকিৎসকরা বলছেন, মুক্তিযোদ্ধা ছাত্তারের দীর্ঘমেয়াদি হৃদরোগের সমস্যা রয়েছে। আর সর্বশেষ হার্ট অ্যাটাকের পর তার রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বেশি ছিল। ফলে তিনি কিডনির সমস্যায় ভুগছেন বলে মনে করছেন। বর্তমানে তার ক্রিয়েটিনিনের মাত্রা স্বাভাবিক রয়েছে। ফলে কিডনির চিকিৎসা নিয়ে বর্তমানে দুশ্চিন্তার তেমন কিছু নেই।
মুক্তিযোদ্ধা ছাত্তারের চিকিৎসার বিষয়ে জানতে চাইলে সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক উত্তম কুমার বড়ুয়া সারাবাংলাকে বলেন, ‘আমরা মুক্তিযোদ্ধা আব্দুল ছাত্তারের চিকিৎসার দায়িত্ব নিয়েছি। এরই মধ্যে তার বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হয়েছে। চিকিৎসা বিষয়ক যা কিছু সহযোগিতা তার প্রয়োজন, আমরা সেগুলোর ব্যবস্থা করব।’
কেবল আব্দুস ছাত্তার নন, সব মুক্তিযোদ্ধার চিকিৎসাই সোহরাওয়ার্দী হাসপাতালে দেওয়া হবে বলে জানান হাসপাতালটির পরিচালক। তবে এর জন্য প্রকৃত মুক্তিযোদ্ধা হতে হবে বলে জানান তিনি।
জানতে চাইলে মুক্তিযোদ্ধা ছাত্তার চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমার সম্পূর্ণ চিকিৎসা ফ্রি হয়েছে। উনারা (ডা. সুব্রতসহ অন্যর) নিজের কাজ ফেলে আমার জন্য সময় দিয়েছেন। ওষুধের ব্যাপারেও প্রতিশ্রুতি দিয়েছেন।’
মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল