Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ত্র আইনে কাউন্সিলর মঞ্জুর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল


২৬ নভেম্বর ২০১৯ ২২:৪০ | আপডেট: ২৬ নভেম্বর ২০১৯ ২৩:০৮

ঢাকা: রিমান্ড শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ময়নুল হক মঞ্জুর বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে পুলিশ।

মামলাটির তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাহাব উদ্দিন আজাদ ২৪ নভেম্বর আদালতে এ চার্জশিট দাখিল করেন। এরপর মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে চার্জশিটটি উপস্থাপন করা হয়। আদালত চার্জশিট দেখে বিচারের জন্য প্রস্তুত হওয়ায় নথিটি সিএমএম বরাবর পাঠানোর আদেশ দেন।

বিজ্ঞাপন

এর আগে, গত ১ নভেম্বর অস্ত্র ও মাদক আইনের পৃথক দুই মামলায় কাউন্সিলর মঞ্জুর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। আগের দিন ৩১ অক্টোবর দুপুর ১২টার দিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) রাজধানীর টিকাটুলিতে নিজ কার্যালয় থেকে তাকে আটক করে।

র‌্যাব জানিয়েছে, মঞ্জুর চাঁদাবাজির মাধ্যমে দীর্ঘদিন ধরে কোটি কোটি টাকা আদায় করে আসছিলেন। এ ছাড়াও তিনি মাদক সেবন ও মাদক কেনাকাটায় জড়িত। তার অবৈধ কার্যক্রম ও অবৈধ টাকা-পয়সার বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

অভিযোগপত্র দাখিল অস্ত্র আইনের মামলা কাউন্সিলর মঞ্জু ময়নুল হক মঞ্জু

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর