Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-মেয়ের মৃত্যু


২৬ নভেম্বর ২০১৯ ২০:৪২

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার সহনাটী ইউনিয়নের ধোপাজাঙ্গালিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

এতে মারা গেছেন, ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আরশাদুল হক (৩৬) ও তার তিন বছর বয়সী কন্যা জান্নাতুল অমি। পুকুরে পানি দেওয়ার জন্য সেচ পাম্প চালু করতে গেলে এই দুর্ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, আরশাদুল পাম্পের সুইচ অন করার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন। সে সময় তার কন্যা কোলে ছিল। বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই আরশাদের মৃত্যু হয়। অমিকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল ফেরদাউস বুশরা জানান, হাসপাতালে আনার অনেক আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বিদ্যুৎস্পৃষ্ট

বিজ্ঞাপন

থানা থেকে লুট রাইফেল মিলল পুকুরে
২৩ জানুয়ারি ২০২৫ ২১:০৯

আরো

সম্পর্কিত খবর